ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজের দুইদিন পরে জেলে জহুরুল ইসলাম মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর রাইটার ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহুরুল লালপুর উপজেলার লক্ষীপুর গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরে ১৪ জন জেলে নৌকা নিয়ে ঘাটে ফিরছিলেন। এসময় পদ্মা নদীর লক্ষীপুর ঘাট এলাকায় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে নদীতে পড়ে যায় জেলেরা। ওই নৌকায় থাকায় অন্য ১৩ জন জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হয় জহুরুল।

পরে সোমবার ভোর ৫টা থেকে লালপুর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরিদল ও নিখোঁজদের স্বজনরা তার সন্ধানে পদ্মা নদীতে নামে। বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরিদল।

আরও পড়ুন

পরে রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর রাইটার ঘাট এলাকায় জেলেরা মাছ ধরার সময় নদীতে ভাসমান দেখে। পরে জেলেরা নদী থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারকে খবর দিলে তারা গিয়ে জহুরুলের লাশ শনাক্ত করে নিয়ে আসে এবং সকালে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। লালপুর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রমকে ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড

যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের ফ্লাইট

তেঁতুলের রস পানের ৫ উপকারিতা

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. মাসুদ রানা এফসিএ

নওগাঁর পোরশায় যুবলীগ নেতা নাহিদ গ্রেফতার

শোককে শক্তিতে রূপান্তর করতে হবে