ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

সদ্যবিবাহিত দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদ্যবিবাহিত দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত দু’জন হলেন-রাসেল মিয়া (১৮) ও  বছরের জুঁই খাতুন (১৫)। রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। একই গ্রামের বাসিন্দা ছিলেন জুঁই খাতুন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কের পর রাসেল ও জুঁই বিয়ে করেন। বিয়ের পর তাদের জীবন ছিল সুখি এবং কোনো ধরনের ঝামেলা ছিল না। গত সোমবার (২ জুন) দুপুরে তারা একসঙ্গে পুকুরে গোসল করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে নিজেদের ঘরে চলে যান। তবে মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে দুজনের মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়। রাসেলের মা রাশিদা বেগম ভোরে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখতে পান, রাসেল ও জুঁই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

আরও পড়ুন

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুঁই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ