ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি মস্কোর

ইউক্রেনের দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি মস্কোর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় রাতভর দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের ১৬২টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কে কিয়েভ এবং মস্কোর দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই এমন খবর পাওয়া গেলো। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ১৭১০ জিএমটি থেকে ২৩০০ জিএমটি পর্যন্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৬২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত এবং ধ্বংস করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ ড্রোন ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৫৭টি কুরস্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরোদ অঞ্চলে প্রতিহত করা হয়। 

আরও পড়ুন

এর আগে ‘বৃহৎ আকারের বিশেষ অভিযানের’ মাধ্যমে রাশিয়ার ৪০টিরও বেশি বোমারু প্লেন ধ্বংসের বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) এই অভিযানকে রুশ বিমানবাহিনীর বিরুদ্ধে অন্যতম দুঃসাহসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। এসবিইউয়ের প্রকাশিত একটি ভিডিওতে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ও উড়তে দেখা যাচ্ছে ধোঁয়া। সেই সঙ্গে একাধিক প্লেন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে।

সংস্থাটি জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে থাকা রুশ কৌশলগত বোমারু প্লেনগুলো লক্ষ্য করে পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়। ভিডিওটি ইউক্রেনীয় ড্রোন প্রযুক্তির কার্যকারিতা ও দুঃসাহসিকতারও প্রতিফলন বহন করে। বেলায়ার পাশাপাশি রাশিয়ার উত্তরের মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রুশ রাষ্ট্রীয় মিডিয়াও এ হামলার খবর প্রকাশ করেছে, তবে তারা বলছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও আক্রমণ প্রতিহত করার চেষ্টা চলছে।খবর : এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

কুমড়ার বীজ কেন এত উপকারী?

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

সুখাইড়ের সেই ছেলেটিই আজকের অনির্বাণ