ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আসাদ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (০১ জুন ) দুপুরে পৌর এলাকার পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

আসাদ মিয়া ওই গ্রামের নবাব আলীর ছেলে। সে কুমুদিনী হাসপাতালে দারোয়ানের চাকুরি করতেন বলে জানা গেছে।


জানা গেছে, পাহাড়পুর গ্রামের নুরুল হক ভূইয়ার স্ত্রী মিনু বেগম তার বাড়ির বিশাল আকৃতির ইউক্যালিপটাসসহ বেশ কয়েকটি গাছ দেওহাটা বাজারের তিন কাঠ ব্যবসায়ীর কাছে এক লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। ব্যবসায়ীরা গত এক সপ্তাহ আগে থেকে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা শুরু করেন। রবিবার দুপুরে প্রায় ১০০ ফুট লম্বা একটি ইউক্যালিপটাস গাছ কাটতে থাকেন। এসময় গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে তারসহ দুটি খুঁটি ভেঙ্গে পড়ে। ওই সময় রাস্তা দিয়ে আসাদ মিয়া যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আসাদ মিয়া মির্জাপুর সাহাপাড়া বাবুবাজারে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্যরা মরহেদ উদ্ধার করেছেন। এছাড়া পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


ওই ওয়ার্ডের সাবেক দুই কাউন্সিলর আজম খান ও শামীম খান বলেন, রাস্তার পাশে গাছগুলো কাটার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিলো। বিশাল আকৃতির গাছগুলো যেভাবে কাটা হচ্ছিল তা ঠিক হয়নি।
পল্লী বিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোকলেছুর রহমান বলেন, সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব