ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লিটনদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর মিশন 

লিটনদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর মিশন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আজ রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। এরই মধ্যে টানা দুটি ম্যাচে হেরে সিরিজ খুঁইয়ে বসেছে লিটন দাসের দল। আজ হোয়াইটওয়াশ এড়াতে তারা রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। ২০২ রান তাড়া করতে গিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ হারে ৩৭ রানে। পরের ম্যাচে ব্যবধান ছিল আরও বেশি- ৫৭ রানে পরাজয়। প্রতি ম্যাচে অবনতি ধরা দিয়েছে। অধিনায়ক লিটনের মতে ব্যাসিক জিনিসটাই করতে পারছে না তার দল। তবে সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। 

এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’ ঘুরে দাঁড়াতে গেলে লিটনকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। ব্যাটার হিসেবে রান তো করতেই হবে বাকি ব্যাটারদেরও জাগিয়ে তুলতে হবে। বাংলাদেশ দলে এটাই সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। ব্যাটাররা কেউই প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সবাই ব্যর্থ হচ্ছেন। শেষ ম্যাচটাতে ব্যাটিং বিভাগে উন্নতি না হলে জয়ের সম্ভাবনা তৈরি হবে না। 

আরও পড়ুন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমে অস্বস্তিও বেড়েছে। নিয়মিত পেসার শরিফুল ইনজুরিতে ছিটকে গেছেন। দলের মূল বোলারকে হারিয়ে স্বাভাবিক ভাবেই কঠিন চাপে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে তো সিরিজ শুরুর আগেই হারিয়েছে, এবার শরিফুলকে হারাতে হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন ডিসি

মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন