ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

 বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

 বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক:   নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়িতে  পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে) ঘটনাটি ঘটে।

নিহত কৃষ্ণধন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য বদলকোট গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে কৃষ্ণধনের জায়গার ওপর দিয়ে তার চাচাতো ভাই রিপন দেবনাথ ও শিপন দেবনাথের বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশিত হচ্ছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে পানি নিষ্কাশন নিয়ে কৃষ্ণধনের সঙ্গে রিপন ও শিপনের কথা কাটাকাটি হয়। 

আরও পড়ুন

নিহতের ছেলে রাজিব চন্দ্র দেবনাথ জানান, কথা কাটাকাটির একপর্যায়ে রিপন ও শিপন মারধর করেন তারা বাবাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের শরীরে জখমের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব