ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ইউরোপের চারটি মেজর ট্রফি জয়ের বিরল কীর্তি চেলসি’র

ইউরোপের চারটি মেজর ট্রফি জয়ের বিরল কীর্তি চেলসি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের টুর্নামেন্টে ইতিহাস গড়েছে চেলসি। রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে জিতেছে উয়েফা কনফারেন্স লিগ। তাতে প্রথম দল হিসেবে ইউরোপের ৪টি মেজর ট্রফি জয়ের কীর্তি গড়েছে তারা।

৯ মিনিটে আব্দে এজ্জাজুলির গোলে শুরুতে অগ্রগামিতা পেয়ে নিজেদের ফেভারিট ভাবতে শুরু করেছিল বেতিস। অথচ বল দখলে এগিয়ে ছিল চেলসি। কিন্তু কার্যকর সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছিল তারা। বেতিসও রক্ষণ সামলাচ্ছিল দারুণভাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই দৃশ্যপট পাল্টে দেয় এনজো মারেস্কার দল। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে। ৬৫ ও ৭০ মিনিটে গোল করেছেন এনজো ফার্নান্দেস ও নিকোলাস জ্যাকসন। তাতে মূল ভূমিকা ছিল কোল পালমারের। তার পর ৮৩ মিনিটে দুরূহ কোণ থেকে গোল করে চেলসিকে নিরাপদ জায়গা নিয়ে যান বদলি খেলোয়াড় জর্ডান সানচো। যোগ হওয়া সময়ে স্কোর লাইন ৪-১ করেন ময়সেস কাইসেদো। 

আরও পড়ুন

এই শিরোপার ফলে ইউরোপিয়ান টুর্নামেন্টের সবগুলো ট্রফি ঘরে তোলার স্বাদ পেয়েছে চেলসি। জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও বিলুপ্তপ্রাপ্ত কাপ উইনার্স।  ২০২২ সালে টড বোয়েলির মালিকানায় আসার পর ক্লাবটির প্রথম শিরোপাও এটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু