ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শাহ আলী (৪৪) ও একই এলাকার ছবুর উদ্দিনের ছেলে হাসানুর রহমান শান্ত (২১)।

জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাইওয়ে পুলিশের একটি টিম উপজেলার কোর্টপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ফাইভ স্টার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় ওই বাসের যাত্রী শাহ আলীর স্কুল ব্যাগের মধ্যে থেকে ৫ কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ শাহ আলী ও হাসানুর রহমান শান্তকে গ্রেফতার করা হয়। তারা জানায়, ওই গাঁজাগুলো বিক্রির জন্য গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত