ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

জয়পুরহাটে সাবেক হুইপ ও এমপিসহ আ’লীগের ১৮ নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

জয়পুরহাটে সাবেক হুইপ ও এমপিসহ আ’লীগের ১৮ নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ছবি সংগৃহীত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিক্ষার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। আজ রোববার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের যে ১৮ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন-সাবেক হুইপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক এমপি এড. শামসুল আলম দুদু, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিন্নুর হোসেন, ইউপি আওয়ামী লীগ সভাপতি মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ চন্দন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, কালাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আলমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মোহাম্মদপুর ইউপি সাবেক চেয়ারম্যান এসএম রবিউল আলম চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, সাবেক ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মুস্তাকিম মন্ডল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক রেজা ও পুরানাপৈল ইউপি’র সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।

আরও পড়ুন

বিশাল ও মেহেদী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন জানান, দুটি হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২মে আবেদন করলে আদালত এই আদেশ দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট