ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

সিলেটে চা দিতে দেরি হওয়ায় বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা করা হয়েছে।

আজ রোববার (১৩ জুলাই) সকাল ৯টায় নগরীর কাজিরবাজার মাছ বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নিহতের নাম দিনার আহমদ রুমন (২২)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।

রেস্টুরেন্টের পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পুলিশ জানান, সকাল ৯টার দিকে রেস্টুরেন্টে এক যুবক চা পান করতে আসেন। এসময় চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের কর্মচারী রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার পর ওই এলাকায় গিয়ে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্ট মালিক নিরু মিয়া মোবাইলে বলেন, চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে তর্ক হয়। বিষয়টা সমাধান করার কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকা্ঘাত করে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি

রংপুর নগরীতে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

ফ্রান্সে নতুন রাজনৈতিক সংকট, পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত প্রধানমন্ত্রী

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮

নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা

ইসরাইলকে হারিয়ে ৯ গোলের থ্রিলার জিতল ইতালি