লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান হোসেন ওই গ্রামের মৃত ভজে মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে টেপুরগাড়ি গ্রামের আমির হোসেনের ধানক্ষেতে কাজ করতে যান তিনি। ধান ক্ষেতের ওপর দিয়ে বাঁশের খুঁটিতে একই গ্রামের ওমর ফারুকের বাড়িতে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার ক্ষেতের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন সুলতান।
এ সময় অন্যান্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনপাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে।
মন্তব্য করুন