বগুড়ার ধুনটে যৌতুক না পেয়ে ভ্রুণ নষ্ট করে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দিল স্বামী

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্যাতন চালিয়ে মীম খাতুন (২০) নামে এক গৃহবধূর গর্ভের ভ্রুণ নষ্ট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার স্বামী মুন্না বাবু (২৪)। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে মামলার বাদি পক্ষের আইনজীবী এম. খোদা বক্স তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের আব্বাস আলীর মেয়ে মীম খাতুনের ২০২৪ সালের ২৫ এপ্রিল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নুরুল ইসলামের ছেলে মুন্না বাবুর সাথে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে মীমের বাবা মুন্না বাবুকে ১ লাখ ৬০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র কিনে দেন। বিয়ের পর সুখেই কাটছিল মুন্না-মীমের দাম্পত্য জীবন।
এরই মাঝে মীম অন্তঃসত্বা হয়ে পড়েন। বিয়ের ছয় মাস পর মীম জানতে পারেন তার স্বামী মুন্না বাবু মাদকাসক্ত। এ অবস্থায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে মুন্না বাবু রাতে ঘরে ফিরে মীমকে প্রায়ই নির্যাতন করে এবং কৌশলে মীমের গর্ভের ভ্রুণ নষ্ট করে দেয়।
আরও পড়ুনএক পর্যায়ে মীমের কাছে অতিরিক্ত ২ লাখ টাকা যৌতুক দাবি করে মুন্না। কিন্ত মীমের হতদরিদ্র বাবার পক্ষে মুন্নাকে যৌতুকের টাকা দেওয়া সম্ভব হয়নি। এতে মুন্না বাবু ক্ষুব্ধ হয়ে ১৫ মার্চ মীমকে নির্যাতনের একপর্যায়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মীম বাদি হয়ে ১২মে স্বামী মুন্না বাবুর বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মীম বাবার বাড়িতে অবস্থান করছে।
এ বিষয়ে মুন্না বাবু জানান, অবাধ্য স্ত্রীর সাথে সংসার করা সম্ভব না। এ কারণে মীমকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন