খুলনায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় হাত ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের পরিচয় শনাক্ত করণে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে।
আরও পড়ুনলবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন