সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজার উত্তপ্ত

আন্তর্জাতিক অর্থনীতির উত্তাল ঢেউয়ে উজ্জ্বল হয়ে উঠেছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণ ও আর্থিক অনিশ্চয়তার ছায়ায় আশ্রয় খুঁজছে বৈশ্বিক বাজার-যার প্রতিফলন ঘটেছে স্বর্ণের দামে রেকর্ড উত্থানের মধ্য দিয়ে।
সিঙ্গাপুরে শুক্রবার (২৩ মে) সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৩০৪.৮১ ডলার, যা সপ্তাহজুড়ে প্রায় ৩ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটি গত এক মাসের মধ্যে সর্ববৃহৎ সাপ্তাহিক বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, মার্কিন ঋণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। মুডি’স রেটিংস কর্তৃক যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং হ্রাস পাওয়ার পর থেকেই বিনিয়োগকারীরা স্বর্ণের প্রতি আস্থা রাখছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কর বিল, যা এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায়, ঘাটতির বোঝা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনচলতি বছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিমধ্যেই ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও গত মাসের সর্বোচ্চ রেকর্ড থেকে এখনো প্রায় ২০০ ডলার নিচে রয়েছে, তবুও ধাতুটি শক্তিশালী প্রবণতা ধরে রেখেছে। একইসঙ্গে, প্লাটিনাম, রূপা ও প্যালেডিয়ামের দামেও উল্লম্ফন ঘটেছে-যার মধ্যে প্লাটিনামের মূল্য বেড়েছে প্রায় ১০ শতাংশ, এক বছরের মধ্যে সর্বোচ্চ।
মন্তব্য করুন