কুয়েতে মাদক পাচারের দায়ে দুই পুলিশ সদস্যকে ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের একটি আদালত দুই পুলিশ সদস্য এবং একজন কাস্টমস পরিদর্শককে মাদক পাচারের চেষ্টা করার দায়ে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে।
দেশটির আপিল বিভাগ এই তিনজনের দণ্ড বহাল রেখেছেন। তারা কুয়েত বিমানবন্দরে এক মিলিয়ন নিষিদ্ধ লাইরিকা ট্যাবলেট পাচারের চেষ্টা করেছিলেন।
আল কাবাস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মাদকবিরোধী পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছিল। তারা সাতটি স্যুটকেসে করে এই মাদক পাচার করছিলেন। তবে গ্রেফতারের তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
লাইরিকা ট্যাবলেট অনেক দেশে নিষিদ্ধ, কারণ এটি অপব্যবহার এবং আসক্তির জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুনসাম্প্রতিক মাসগুলোতে কুয়েত কর্তৃপক্ষ বেশ কয়েকটি মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
এ মাসের শুরুতেই কুয়েতের শুয়াইখ বন্দরে পৌঁছানো একটি চালান থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা মার্বেলের স্ল্যাবের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
সূত্র: গাল্ফ নিউজ
মন্তব্য করুন