ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

গোপালগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

গোপালগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারে রতন মোল্লা (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২১ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রতন মোল্লার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মুজিব মোল্লার ছেলে।

নিহত রতনের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।

গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রতনকে গত ১৯ মে জেলা কারাগারে পাঠায় পুলিশ। গতকাল (বুধবার) দুপুর পৌনে ২টার দিকে রতন অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, ‘রতন মোল্লা নামে একজন হাজতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে জেলা পুলিশ। রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত 

ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে প্রধান উপদেষ্টার চিঠি

গণ-অভ্যুত্থানের ১৯ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

বিচ্ছেদের পথে সাইফ আলি খান-কারিনা, পাকিস্তানি সাংবাদিকের দাবি

মেসিকে ছাড়াই মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা