ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের গোলাগুলি

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের গোলাগুলি

নিউজ ডেস্ক:   কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মৌলভী জাবের (৩০) নামে এক ব্যক্তি। তিনি ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি (নেতা) সৈয়দ মিয়া।

গুলিবিদ্ধ মৌলভী জাবের (৩০) নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের জকির আহমদের ছেলে।

আরও পড়ুন

রোহিঙ্গা মাঝি (নেতা) সৈয়দ মিয়া জানান, রাতে ক্যাম্পে ডাকাত নুর কামাল ও মৌলভী জাবের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়। এ সময় মৌলভী জাবের গুলিবিদ্ধ হন। দলের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। মৌলভী জাবের নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস