ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

দৈনিক করতোয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর

বগুড়ার ধুনট-বড়িয়া পাকা সড়কের ভাঙা অংশে সংস্কার : জনমনে স্বস্তি

বগুড়ার ধুনট-বড়িয়া পাকা সড়কের ভাঙা অংশে সংস্কার : জনমনে স্বস্তি। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট-বড়িয়া তিনমাথা পর্যন্ত পাকা সড়কের কালেরপাড়া ডাকঘর এলাকায় পুকুরে বিলীন হওয়া সড়কের ভাঙা অংশে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা থেকে ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে।

এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এর আগে সোমবার সকাল ১১টা পর্যন্ত বর্ষণের কারণে সড়কের প্রায় ১২মিটার অংশ ভেঙে পাশের ব্যক্তিমালিকানাধীন পুকুরে বিলীন হয়ে যায়। ফলে জনগুরুত্বপূর্ণ এই সড়কে যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার দৈনিক করতোয়ায় ধুনট-বড়িয়া তিনমাথা পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ভোগান্তি-শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদনটি আমলে নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর থেকে বড়িয়া তিনমাথা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে অধিক গুরুত্বপূর্ণ এই সড়কটি পাকা করা হয়। প্রতিদিন সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

আরও পড়ুন

সড়কটির দুই পাশের জমির মালিকেরা অপরিকল্পিতভাবে অসংখ্য পুকুর খনন করায় প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশের বাড়ির পানি গড়ে বিভিন্ন স্থানের পাকা অংশ ভেঙে যায়। এরই ধারাবাহিকতায় কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে কালেরপাড়া গ্রামে ডাকঘরের সামনের সড়কে অংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়কের ভাঙা অংশ সংস্কার করতে ৩-৪দিন সময় লাগতে পারে। স্থানীয় একজন ঠিকাদারকে সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এ কাজে এলজিইডির নিয়োগকৃত নারী শ্রমিকরা সহযোগিতা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান