২০২৩-এর ‘সেরাকন্ঠের সেরা’ হলেন টুশি জারিন শিতাব ও অর্চি
_original_1747755332.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’র গ্র্যাণ্ড ফিনালেতে সর্বমোট ১৩ জন শিল্পী নিজেদের মিষ্টি কন্ঠ দিয়ে ঠাঁই করে নিয়েছিলেন। কিন্তু নানান কারণে চুড়ান্ত পর্যায়ের ফলাফল ঘোষনা করতে বেশ খানিকটা দেরী হয়ে যায়।
অবশেষে গত ১৮ মে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরাকন্ঠ ২০২৩’র ফলাফল ঘোষনা করা হয়।
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লা যেহেতু সেরাকন্ঠ ২০২৩’র বিশেষ বিচারক ছিলেন, তাই তিনিই ফলাফল ঘোষনা করেন। এবার ১৩ জন গ্র্যাণ্ড ফিনালেতে উঠে আসা প্রতিযোগিদের মধ্য থেকে সেরাদের সেরা চারজনের নাম ঘোষনা করেন রুনা লায়লা।
তারা হলেন টুশি, জারিন, শিতাব ও অর্চি। ২০২৩ সালের সেরাকন্ঠ’তে এই চারজনই মূলত চ্যাম্পিয়ন। আলাদাভাবে এরপর আর কাউকে রানার্সআপ কিংবা তৃতীয় ঘোষনা করা হয়নি।
টুশি বলেন,‘ দীর্ঘদিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার পর অবশেষে যখন চুড়ান্ত পর্যায়ে সেরাদের সেরা হিসেবে যখন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার নামটি সবার আগে ঘোষনা করেন তখন আমি বিস্মিত হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি সেই মুহুর্তে রুনা ম্যামের মুখে আমার নামটি উচ্চারিত হবে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছিলো। যাই হোক আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছেন। আব্বুর অনুপ্রেরণাতো ছিলোই। আমার স্বপ্ন সিনেমায় বেশি বেশি গান করা। পাশাপাশি মৌলিক গানতো গাইবোই।’
আরও পড়ুনজারিন বলেন,‘ এটা পরম সৌভাগ্য যে এই আয়োজনের ফলাফল শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম ঘোষনা করেছেন। আজীবনের জন্য তা স্মৃতি হয়ে থাকবে। আমার স্বপ্ন সিনেমাতে গান করা। তবে নিজের মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগ থাকবে আমার। কারণ আমি আমার নিজের মৌলিক গান দিয়েই একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত হতে চাই গানের পৃথিবীতে। বাকীটা আসলে সময়ের ব্যাপার। তবে আমার আজকের অবস্থানের নেপথ্যে আমার পরিবার’সহ আরো যাদের বিশেষ ভূমিকা ছিলো তাদের প্রতি কৃতজ্ঞ।’
শিতাব বলেন,‘ আমি আমার নিজের কন্ঠ দিয়ে নিজের মৌলিক গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা গানের বিস্তৃতি আরো বাড়াতে চাই।’
অর্চি বলেন,‘ বেশি বেশি মৌলিক গান করাই আমার ইচ্ছে। এর পাশাপাশি নিজে কম্পোজিশনটা ভালোভাবে রপ্ত করতে চাই। নিজের কম্পোজিশনে আমি গান করতে চাই। আমার আম্মুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ আমার জন্য আমার আম্মু অনেক কষ্ট করেছেন। তাকে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন।’
বিশেষত উল্লেখ্য, নারায়ণগঞ্জের মেয়ে টুশির খুউব ইচ্ছে বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খানের সিনেমায় প্লে-ব্যাক করার। ময়মনসিংহের মেয়ে জারিন গানে গানেই আরো আলোকিত করতে চান বাংলাদেশের গানের ভুবন।
মন্তব্য করুন