জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন’র মামলা
বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর পরিমল দাসের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার : জ্ঞাত আয় উৎস বর্হিভূত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ১৪৮ টাকা মুল্যমানের সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক দায়েরকৃত মামলায় বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস (৫২) এর জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। গতকাল ১৯ মে সোমবার তিনি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামির আবেদন করেন। সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন। পরিমল চন্দ্র দাস শহরের চেলোপাড়ার পরেশ চন্দ্র দাসের ছেলে।
উল্লেখ্য, গত ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে অভিযুক্ত পরিমল চন্দ্র দাসের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। এর প্রেক্ষিতে পরিমল চন্দ্র দাস ২০২৩ সালের ৩০ মার্চ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। বিষয়টি অনুসন্ধানের পরে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর তৎকালীন বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড’র কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে আসামি করে জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলাটি দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যলয়ের উপসহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান তদন্ত শেষে আসামি পরিমল চন্দ্র দাসের নামে জ্ঞাত আয় বহিভূত ১ কোটে ২৫ লাখ ৯৩ হাজার ১৪৮ টাকা মুল্যমানের সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে দুনীতি দমন কমিশন আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গত ১৬ ফ্রেব্রুয়ারি স্বাক্ষরিত এই অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
মন্তব্য করুন