বগুড়ার ধুনটে বৃষ্টির পানিতে উঠতি বোরো ধান ডুবে গেছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : চলতি মৌসুমে বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে নিম্ন অঞ্চলের পাকা-আধা পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। পাকা ধান পানিতে পড়ে পচে তা নষ্ট হচ্ছে। অন্যদিকে চাহিদা মতো মিলছে না ধান কাটার শ্রমিক। ফলে চোখে-মুখে হতাশা আর চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে সরেজমিন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, মাঠে পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে। অনেক জমিতে কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে। কেউ হাঁটু পানিতে নেমে ধান কাটছে। আবার কেউ কাটা ধান উঁচু স্থানে তুলছে, আবার কেউ কাটা ধানগুলো পানিতে ভাসমান অবস্থায় ছড়িয়ে থাকা একত্রে করছে। বৃষ্টির মাঝেও অনেক কৃষক আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। ধান কাটার মৌসুম শেষের দিকে হলেও অনেক কৃষক ক্ষেতের ধান ঘরে তুলতে পারেননি।
আরও পড়ুনধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার বলেন, এ উপজেলায় ১৬ হাজার ৭৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছে কৃষক। ইতিমধ্যেই মাঠের প্রায় ৯২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। এ অবস্থায় বৃষ্টিতে সামান্য পরিমান জমির ধানক্ষেতে পানি জমেছে। তবে যেসব ক্ষেতে ধান নুয়ে পড়েছে, সেসব ক্ষেতের ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।
মন্তব্য করুন