সিলেটে ট্রাকচাপায় যুবক নিহত

সিলেটে ট্রাকচাপায় নাইম আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাইম শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনশাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে।’
নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন