ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

হাসান চৌধুরীর উপস্থাপনায় সাব্বির- তৃষা গাইলেন কিংবদন্তীর গান

হাসান চৌধুরীর উপস্থাপনায় সাব্বির- তৃষা গাইলেন কিংবদন্তীর গান

অভি মঈনুদ্দীন ঃ পেশায় একজন সঙ্গীতশিল্পী হলেও বেশ কয়েক বছর আগে হাসান চৌধুরী উপস্থাপনাও শুরু করেছেন। এটিএন বাংলায় প্রচারিত ‘গানের মানুষ’ অনুষ্ঠানেই মূলত তার উপস্থাপনা শুরু। আবার এরইমধ্যে বাংলাদেশ টেলিভিশনের ‘কালজয়ী গান’ অনুষ্ঠানেরও উপস্থাপনা শুরু করেছেন কয়েক মাস আগে।

গান গাওয়ার পাশাপাশি এই মুহূর্তে উপস্থাপনাও বেশ উপভোগ করছেন হাসান চৌধুরী। হাসান চৌধুরীর মৌলিক গানের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ‘খুব কাছাকাছি তুমি আমি আছি’ গানটি। এছাড়াও সালমান শাহ শাবনূর অভিনীত ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় হাসান চৌধুরী ও বেবী নাজনীনের কন্ঠে ‘পাথরে লিখিনি ক্ষয়ে যাবে’ গানটি বেশ জনপ্রিয় একটি গান। হাসান চৌধুরীর উপস্থাপনায় বিটিভিতে প্রচার চলতি গানের অনুষ্ঠান ‘কালজয়ী গান’র এবারের পর্বটির আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গান নিয়ে। আর এই আয়োজনে গান গেয়েছেন সাব্বির জামান ও মারুফা তৃষা। সাব্বির জামান গেয়েছেন ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’,‘ বন্ধু হতে চেয়ে তোমার’ ও ‘আমার মতো এতো সুখী-এই তিনটি গান।

অন্যদিকে মারুফা তৃষা গেয়েছেন ‘আমার মন পাখিটা যায়রে উড়ে যায়’,‘ দুঃখ আমার বাসর রাতের পালংক’,‘ সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলাম আজ’-এই তিনটি গান। সাব্বির জামান ও মারুফা তৃষা দ্বৈত কন্ঠে গেয়েছেন ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’ গানটি।

হাসান চৌধুরী বলেন,‘ মূলত এই আয়োজনে একজন কিংবদন্তী গীতিকার সুরকার কিংবা শিল্পী প্রধান অতিথি হিসেবে থাকেন। তাদের সৃষ্টি নিয়ে কথা বলার ফাঁকে ফাঁকে গান পরিবেশনা থাকে। এই আয়োজনটি আমি ভীষণ উপভোগ করছি, বিশেষত উপস্থাপনা করতে খুউব ভালো লাগছে।’

আরও পড়ুন

সাব্বির জামান বলেন,‘ কয়েক মাস আগেই রফিক স্যারের গান গাইবার সুযোগ হয়েছে। আর বিটিভির কালজয়ী গান অনুষ্ঠানে স্যারের পাশে বসে তারই লেখা গান গাইলাম। এতো জীবনের পরম প্রাপ্তি। স্যার আমাকে আমার পরিবারকে অনেক দোয়া দিলেন। অনুষ্ঠান শেষে একরাশ ভালোলাগা আর তৃপ্তি নিয়ে বাড়ি ফিরলাম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিটিভি কর্তৃপক্ষকে।’

রফিকউজ্জামান স্যারের গান গাওয়া-এটাতো আমি মনেকরি প্রতিটি শিল্পীরই স্বপ্ন। স্যারের পাশে বষে তারই লেখা বিখ্যাত গান গাইতে পেরে ভীষণ ভালোলাগা কাজ করেছে নিজের মাঝে। স্যার আমাদের ভীষণ স্নেহ করলেন এবং আগামীতে যেন আরো ভালো করি সেই প্রত্যাশাও রাখলেন। আল্লাহ স্যারকে সুস্থ রাখুন ভালো রাখুন।’

হাসান চৌধুরীর জানান, কালজয়ী গান’র এই পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী