ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

চলছে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ঈদুল আজহা পরবর্তী হাপুনিয়া মহাবাগ স্কুলের পুনর্মিলনী

চলছে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ঈদুল আজহা পরবর্তী হাপুনিয়া মহাবাগ স্কুলের পুনর্মিলনী

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আসছে স্মৃতিমধুর একদিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার তৃতীয় দিন অনুষ্ঠিত হবে প্রাক্তন শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান।
চলো মাতি উচ্ছ্বাসে, ফিরে যাই ক্যাম্পাসে—এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে আয়োজক আহ্বায়ক কমিটি সবাইকে মিলনমেলায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকছে র‌্যালি, কনসার্ট, আলোচনা সভা, খেলাধুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে—প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এলামনাই অ্যাসোসিয়েশন গঠন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মে থেকে ২৭ মে পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের এই সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
 

প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী আয়োজনকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে পা রাখার সুযোগে ফিরে পাওয়া যাবে হারিয়ে যাওয়া ছাত্রজীবনের সেই সোনালি দিনগুলো।
প্রসঙ্গত, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। ‘মহাবাগ’ নামটির রয়েছে বিশেষ তাৎপর্য। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১০৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি পদে দায়িত্ব পালন করছেন।
পুনর্মিলনীর এই ব্যতিক্রমী আয়োজন স্মৃতিমাখা একদিনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। তারা বিশ্বাস করেন, এই মিলনমেলা পুরোনো বন্ধুদের বন্ধনকে আরও দৃঢ় করবে, পাশাপাশি আগামী দিনের জন্য একটি শক্তিশালী এলামনাই নেটওয়ার্ক তৈরির পথ সুগম করবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

পাবনার বেড়ার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ

বগুড়ায় হত্যা মামলায় শিশু অপরাধীর ১০ বছরের আটকাদেশ

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ছিনতাই

বৃষ্টি হলেই বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে হাঁটুপানি