ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মাস্টার্স পরীক্ষাও দিয়েছেন রাজিয়া

পায়ের আঙুলে কলম ধরে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি, স্নাতক

পায়ের আঙুলে কলম ধরে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি, স্নাতক। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দুই হাতই প্রায় অকার্যকর। আঙুলগুলো খাটো, বাঁকা নড়াচড়ার ক্ষমতাও নেই তেমন। কিন্তু দমে যাননি রাজিয়া খাতুন। পায়ের আঙুলে কলম ধরে একে একে পেরিয়ে এসেছেন এসএসসি, এইচএসসি, স্ন্নাতক। মাস্টার্স পরীক্ষাও দিয়েছেন।

সম্প্রতি ঠাকুরগাঁও শহরের আইনজীবী সমিতির পাশের একটি টেবিলে বসে পায়ে কলম ধরে চাকরির আবেদন লিখছিলেন রাজিয়া। একটি চাকড়িই এখন তার একমাত্র চাওয়া। রাজিয়ার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে। বাবা ফয়জুল হক দিনমজুর, মা রহিমা বেগম গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট রাজিয়া জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দু’হাতই প্রায় অকেজো, কিন্তু সে দারিদ্র আর শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানতে দেয়নি। পায়ে লিখে চালিয়ে গেছে পড়াশোনা।

চার ভাই কেউই প্রাথমিকের গন্ডি পেরোতে পারেননি, অথচ রাজিয়া একাই ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ইতিহাসে স্ন্নাতক পাস করেছেন। ২০২১ সালে মাস্টার্স পরীক্ষায় অংশ নেন, একটি বিষয়ে অকৃতকার্য হন। ২০২৩ সালে রাজিয়া বিয়ে করেন একই এলাকার দিনমজুর আবু সুফিয়ানকে। সংসারে আসে এক কন্যা সন্তান। এখন তার বয়স তিন বছর। অভাবের সংসার হলেও ভালোবাসায় গড়ে উঠেছিল একটি ঘর। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ ছন্দপতন ঘটে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হন সুফিয়ান। এখন আর আগের মতো শ্রম দিতে পারেন না।

এই পরিস্থিতিতে জেলা প্রশাসকের কাছে একটি চাকরির আবেদন নিয়ে গিয়েছিলেন রাজিয়া। বললেন, ‘আমি হাত দিয়ে কিছু করতে পারি না, কিন্তু মন দিয়ে সবকিছু করতে পারি। শুধু একটি চাকরি চাই, যাতে পরিবারটা বাঁচে।

আরও পড়ুন

জেলা প্রশাসক তাকে স্বামীর জন্য একটি ভ্যান বা দোকানের ব্যবস্থা করার আশ্বাস দিলেও রাজিয়া চান নিজের যোগ্যতা অনুযায়ী একটি চাকরি। বলেন, ‘কয়েকটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। লিখিত ভালো হয়েছিল। কিন্তু সামনাসামনি গিয়ে আমার শারীরিক অবস্থা দেখে আর ডাকে না। খুব অপমান বোধ হয়। শুধু একটু সুযোগ চাই, যাতে প্রমাণ করতে পারি, আমিও পারি।’

স্বামী আবু সুফিয়ান বলেন, ‘রাজিয়া শুধু আমার স্ত্রী না, আমার অনুপ্রেরণা। সে পায়ে রান্না করে, ঘর সামলায়, সন্তানকে দেখাশোনা করে। সরকারের কাছে অনুরোধ, রাজিয়ার জন্য একটি চাকরি হোক।’ ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, ‘রাজিয়া ব্যতিক্রমী এক উদাহরণ। সে যে সাহস আর অধ্যবসায় নিয়ে পায়ে লিখে উচ্চশিক্ষা সম্পন্ন করেছে, তা সমাজে বিরল। এমন শিক্ষিত প্রতিবন্ধী নারীর জন্য চাকরির সুযোগ তৈরি করা সরকারের নৈতিক দায়িত্ব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত