ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

‘তাণ্ডব’ নিয়ে শাকিবের বার্তা, ভিন্ন রূপে জয়া

‘তাণ্ডব’ নিয়ে শাকিবের বার্তা, ভিন্ন রূপে জয়া, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হার রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। এরই মধ্যে এলো সিনেমাটির ফোরকাস্ট। আজ রোববার দুপুরে প্রকাশ পেয়েছে ‘তাণ্ডব’ এর ফোরকাস্ট।

১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম। দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান।

টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্কটি পড়ে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক।

রায়হান রাফী বলেন, ‘এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ‘তাণ্ডব’-এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।’

আরও পড়ুন

গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসছে কোরবানি ঈদেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। রাফীর কথায়, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি যে দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।’

‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের টার্গেট সিনেমাটি দেখে যেন দর্শকরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত অবস্থায় সাপের কামড় প্রাণ গেল কলেজ ছাত্রের

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না:বুমরাহ

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি