ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি শুরু হয়েছে আবার ভাঙন

সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি শুরু হয়েছে আবার ভাঙন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের গ্রীষ্মকালে কোন কোন স্থানে দুই-এক দিন গুড়ি গুড়ি বৃষ্টি হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চলমান প্রচন্ড তাপাদহকে দূরে ঠেলে গতকাল শুক্রবার গভীর রাতে বর্ষণ হয়। এই বর্ষণের পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বেড়ে চলেছে।

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল ৮.১৬ মিটার, পানি বৃদ্ধি পেয়েছে ২০ সেন্টিমিটার ও কাজিপুর স্টেশনে পানির সমতল ৯.৮৫ মিটার, পানি বৃদ্ধি পেয়েছে ২০ সেন্টিমিটার। যা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

পানি বৃদ্ধির সাথে সাথে ইতোমধ্যে শাহজাদপুর উপজেলায় ৩টি ইউনিয়নের ৯টি গ্রামে যমুনা নদী ভাঙন শুরু হয়েছে। চর ঠুটিয়া, বড় চামতারা, হাতকোড়া, মোহনপুর, বাড়তিয়ারসহ বেশ কয়েকটি গ্রামে ফসলি জমি, ঘরবাড়িসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুন

এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, ভাঙন এলাকা সরজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ, এবং পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান যমুনা ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরেই দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : সাবেক এমপি লালু

জয়পুুরহাটের পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, গো-খাদ্যের দাম না বাড়ায় স্বস্তি

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভুট্টা ও মরিচ থেকেই ৫শ কোটি টাকা কৃষকের ঘরে

বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার