গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইজিবাইক চালক মুঞ্জু মিয়া (৩৫) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। মুমূর্ষু অবস্থায় তিনি বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ইজিবাইক চালক মুঞ্জু মিয়ার ভাই শরিফুল ইসলাম জানিয়েছেন, গতকাল শুক্রবার বেলা ২টার দিকে থানা পুলিশের এসআই পরিচয় দেয়া ৩ যুবক পানিতলায় যাওয়ার কথা বলে মুঞ্জু মিয়ার ইজিবাইকটি পৌর শহরের চতুরঙ্গ মোড় থেকে ৫শ’ টাকায় ভাড়া করে। পথে ফাঁসিতলা বাজারের একটি হোটেল থেকে চারটি খাবারের প্যাকেট নেয়। এর মধ্যে একটি প্যাকেট মুঞ্জুকে দিয়ে ইজিবাইকে বসে খেতে বলে বাকি ৩টি প্যাকেটের খাবার তারা হোটেলে বসে খায়।
খাবার খেয়ে মুঞ্জু অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্বপাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে তারা সটকে পড়ে। বিকেলে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আরও পড়ুনএঘটনায় শরিফুল ইসলাম ভুক্তভোগীর পক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন