ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

স্পোর্টস ডেস্ক:  দ্বিতীয়বারের মতো রিও ডি জেনেইরোর আদালত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে সরিয়ে দিল। ২০২৩ সালের ডিসেম্বরে একবার তাঁকে সরানো হয়েছিল, কিন্তু গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর তিনি ফের দায়িত্বে ফিরে আসেন।  

 'ও গ্লোবো' পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আদালতের বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এ সিদ্ধান্ত দেন এবং সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনেন।


এই আদেশে সিবিএফের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সারনেইকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, যেন দ্রুত নতুন নির্বাচন আয়োজন করা হয়।

এই রায় এমন সময় এল যখন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ চূড়ান্ত হয়েছে। তবে ফুটবল প্রশাসনে এই নাটকীয় পালাবদলে অনিশ্চয়তায় পড়েছে দেশটির ফুটবল ভবিষ্যৎ।

আরও পড়ুন

এর আগে, ২০২২ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজের অপসারণ চেয়ে দুটি আবেদন করা হয়, তবে বিচারপতি গিলমার মেন্ডেজ সেগুলো খারিজ করে দেন। তখন তিনি অভিযোগকারী ফার্নান্দো সারনেই ও সংসদ সদস্য ড্যানিয়েলা কার্নেইরোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, সঙ্গে আরও কিছু আইনি কারণে আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান।


আদালত এখন বলছে, যেই চুক্তির মাধ্যমে রদ্রিগেজ আবার দায়িত্বে ফিরেছিলেন, সেটি বৈধ নয়, কারণ তাতে স্বাক্ষরের ত্রুটি রয়েছে। এই প্রেক্ষাপটে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ব্রাজিল ফুটবলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। 

এই অবস্থায় দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বড় ধরনের প্রশাসনিক সংকটে পড়েছে। বিশ্বকাপের ঠিক এক বছর আগে আদালতের এই সিদ্ধান্তের প্রভাব জাতীয় দলের ওপর ভালোভাবেই পড়তে পারে। ঘরোয়া ফুটবলেও দেখা যেতে পারে এর ছাপ!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

মোস্তাফিজকে দলে ভেড়ানোয় দিল্লি ম্যাচ বয়কটের ডাক

টেকনাফে অভিযানে জব্দকৃত সাড়ে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস