ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

বিনামূল্যে সরবরাহের সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষক পলাতক

বিনামূল্যে সরবরাহের সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষক পলাতক

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে দেওয়া বই ২০ টাকা কেজি দরে বিক্রি করেছেন এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসব বই বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। বই জব্দের পর থেকে ওই প্রধান শিক্ষক পলাতক আছেন। 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসব বই জব্দ করা হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি বই ২০ টাকা কেজি দরে কালোবাজারে বিক্রি করেছেন। ক্রেতা ট্রাকে করে বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে এসে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

আরও পড়ুন

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষের সরকারি বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেছেন, “বই বিক্রির বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।”

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

মোস্তাফিজকে দলে ভেড়ানোয় দিল্লি ম্যাচ বয়কটের ডাক

টেকনাফে অভিযানে জব্দকৃত সাড়ে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস