ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকারকে হাসনাতের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৬ মে) কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান, কিংবা বিদেশি কোনো শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে যেসকল প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে স্পষ্ট জবাব দিন।

তিনি, আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো, সাংস্কৃতিক কাঠামোসহ প্রভৃতি ক্ষেত্রে যারা আছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছে হাসনাত আব্দুল্লাহ।

এছাড়া, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যাতে কোনো তদবিরসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়ে না যাওয়ার আহ্বানও করেছেন। এসময় তিনি আন্দোলনে আহত ও শহিদ পরিবারের প্রতি প্রাধান্য দেওয়ার আহ্বানও করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আমাদের যে ঐক্য তৈরি হয়েছে এই ঐক্য নষ্ট হলে পতিত শক্তির সুবিধা হবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি কুমিল্লার রাজনৈতি, অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারের অধীনেই কুমিল্লা নামের বিভাগ হবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, হাসিনা ও হাসিনার বাবার রাত-দিনের দুঃস্বপ্ন ছিল কুমিল্লা। আবারো যতি তারা ক্ষমতায় আসে তাহলে কুমিল্লাকে একটি আলাদা রাষ্ট্র বানিয়ে দিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় শেষ হলো নৌকাবাইচ 

দিনাজপুরের আর্লি-৪৫ জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

নওগাঁর রাণীনগরে লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করলেন ইউএনও