ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

রত্নগর্ভা মায়ের সম্মাননা পেলেন সৈয়দপুরের ফরিদা বেগম

রত্নগর্ভা মায়ের সম্মাননা পেলেন সৈয়দপুরের ফরিদা বেগম

তোফাজ্জল হোসেন লুতু সৈয়দপুর (নীলফামারী) : এবারে বিশ্ব মা দিবসে জাতীয় পর্যায়ে রত্নগর্ভা মায়ের সম্মাননা পেয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোছা. ফরিদা বেগম। সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ার বীরমুক্তিযোদ্ধা মো. শহিদ উদ্দিনের সহধর্মিনী তিনি।

গত রোববার বিশ্ব মা দিবসে আজাদ প্রোডাক্টস ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজন করে রত্নগর্ভা মা সম্মাননা ২০২৩-২০২৪। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী আ, ন, ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে এবারে সাধারণ ও বিশেষ দুই ক্যাটাগরিতে রত্নগর্ভা ৩৫জন মাকে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে সাধারণ ক্যাটারিতে সম্মাননা পেয়েছেন সৈয়দপুরের মোছা. ফরিদা বেগম। 

সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ার বীরমুক্তিযোদ্ধা মো. শহিদ উদ্দিনের সঙ্গে ১৯৭২ সালে বিয়ে হয় ফরিদা বেগমের। বিয়ের পর পাঁচ সন্তানের মা হন মোছা. ফরিদা বেগম। এদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে সন্তান। তার স্বামী বীরমুক্তিযোদ্ধা মো. শহিদ উদ্দিন সৈয়দপুর পৌরসভার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অস্বচ্ছল পরিবারের একজন আদর্শ মা ফরিদা বেগম অল্প শিক্ষিত হয়েও  পরিশ্রম ও সংগ্রাম করে তার পাঁচজন ছেলেমেয়েকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।

বর্তমানে তারা সবাই দেশে ও বিদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। রত্নগর্ভা ফরিদা বেগমের প্রথম সন্তান মো. ফারুক আহমেদ। তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম (অনার্স) এমকম (হিসাব বিজ্ঞান) ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে তিনি সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন। দ্বিতীয় সন্তান মো. হুমায়ুন কবীর। সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) এমএসএস (সমাজ বিজ্ঞান) ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত রয়েছেন। অর্জন করেছেন পুলিশের পিপিএম এ্যাওয়ার্ড। তৃতীয় সন্তান মোছা. সামসুন নাহার। তিনি নীলফামারী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস,এমএসএস পাস করেন। বর্তমানে নীলফামারী সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন

চতুর্থ সন্তান মোছা. নাজমা নাহার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এলএলএম ডিগ্রী লাভ করেন। বর্তমানে উপসচিব পদে অধিষ্ঠিত রয়েছেন। আর পঞ্চম সন্তান ফয়সাল আহমেদ মাসুম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ মেশন ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এসেনশিওর ফেডারেল সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

মোস্তাফিজকে দলে ভেড়ানোয় দিল্লি ম্যাচ বয়কটের ডাক

টেকনাফে অভিযানে জব্দকৃত সাড়ে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস