ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন সময় আটকা পরে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছে ১১ বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। ৮/৯ মাস আগে দালালের মাধ্যমে ভারতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয় তারা।

বাংলাদেশ নাগরিকরা হলেন- কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মো. আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও মো. রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শিহাবুল হোসেন প্রমুখ।

ভারতফেরত ফারজানা আহমেদ নিপা বলেন, ভারতে আমার কয়েকজন বন্ধু আছে, তাদের কথা শুনে সেখানে যাই। যাওয়ার একদিন পরই পুলিশ আমাকে আটক করে। প্রায় আট মাস পর দেশে ফিরেছি। পরিবার ছাড়া সময়টা খুব কষ্টের ছিল। আমি চাই, আমার মতো আর কেউ যেন এভাবে অবৈধভাবে ভারতে না যান।

আরও পড়ুন

ভারতফেরত হেলাল জমাদ্দারের ভাই মো. বেলাল জমাদ্দার বলেন, ভাই হেলাল আট মাস আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে জানতে পারি, তিনি ভারতে আটক হয়েছেন। সরকারি প্রক্রিয়ায় বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন, এতে আমরা খুবই খুশি।

 

ব্র্যাকের সিনিয়র কর্মকর্তা শিহাবুল হাসান জানান, দেশে ফেরা ১১ জন বাংলাদেশিকে ব্র্যাকের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

বাংলাদেশের ত্রিপুরা সহকারী হাইকমিশনের কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ বলেন, এরা ৭-৮ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গ্রেপ্তার হন। পরে আদালতের রায়ে কারাভোগ শেষে তাদের ত্রিপুরার ডিটেনশন সেন্টারে রাখা হয়। জানতে পেরে বাংলাদেশ সরকারকে তাদের পরিচয় পাঠাই। পরিচয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

 জামালপুরে নারীর বিবস্ত্র ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার 

ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়ার স্বপ্ন দেখেন তরুণরা

ছেলেদের চুল ভালো রাখার ৫ উপায়

কান উৎসবে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন বর্ষা