ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

প্রতীক্ষা শেষে পরপর দু’দিন দুই চ্যানেলে গাইবেন টুশি

সাবরিনা নওশীন টুসি।

অভি মঈনুদ্দীন ঃ ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’র গ্র্যাণ্ড ফিনালে’তে নিজের সুরেলা মিষ্টি কন্ঠ দিয়ে ঠাঁই করে নিয়েছিলেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি। চুড়ান্ত ফলাফলের অপেক্ষায় থেকে থেকে মাঝে অনেক সময় পেরিয়ে গেছে টুশির। টুশি ভেবেছিলেন এই বুঝি ফলাফল দিয়ে দেয়া হবে। কিন্তু মাঝে বলা যায় প্রায় দুই বছর সময় কেটে গেছে।

এরমধ্যে অনেক টিভি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে গান করারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু টুশি তা সহাস্যে ফিরিয়ে দিয়েছেন এতোদিন। তবে এবার যেন আর পরপর দুইদিন দু’টি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে গান করা থেকে নিজেকে আর বিরত রাখতে পারলেন না।

আগামীকাল বিকেল তিনটায় দেশ টিভির ‘প্রিয়জনের গান’ এবং আগামীকাল রাত ১১.৩০ মিনিটে এনটিভিতে ‘এ লগন গান শোনাবার’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন টুশি।

আরও পড়ুন

বিষয়টি আজ সকালে টুশি নিজেই নিশ্চিত করে বলেন,‘ দীর্ঘদিন গ্র্যাণ্ড ফিনালের ফলাফলের অপেক্ষায় থেকে থেকে অবশেষে দেশ টিভি ও এনটিভির দুটো লাইভ হাতে নিলাম। আমার কাছে মনে হয়েছে এই দুটি চ্যানেলের দুটি লাইভ অনুষ্ঠানে গাওয়াটা আমার জন্য অনেক ভালো হবে। কারণ দুটি অনুষ্ঠানই ভীষণ জনপ্রিয়। দুটি অনুষ্ঠানেরই দেশ বিদেশে অনেক শ্রোতা দর্শক রয়েছেন। যে কারণে আমিও প্রবল আগ্রহ নিয়েই এই দুটি লাইভ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে রাজি হয়েছি। দেশ টিভিতে আমার সঙ্গে আছেন শোয়েব ভাই এবং এনটিভিতে আমার সঙ্গে আছেন অপু আমান ভাই। দুজনই ভীষণ গুনী শিল্পী। আমার পরম সৌভাগ্য যে প্রথম দুটি লাইভ গানের অনুষ্ঠানে আমি এই দুজন গুনী সঙ্গীতশিল্পীকে পেয়েছি। আমার যারা নিয়মিত গানের শ্রোতা দর্শক এবং আমার আত্নীয় স্বজন যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইলো আমার লাইভ অনুষ্ঠান দুটি উপভোগ করার জন্য। আমি কেমন গাই তারা যেন তাদের অভিমত জানান মন থেকে। আমিও অনুপ্রাণিত হবো, ভুল ত্রুটি শুধরে নেবার চেষ্টা করবো। আন্তরিক কৃতজ্ঞতা চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩-পরিবারের সবাইকে। কারণ এই চ্যানেলে এই প্রতিযোগিতা আমাকে একটি অনেক বড় প্লাটফরম দিয়েছে সঙ্গীতশিল্পী হিসেবে আগামীর পথে এগিয়ে যাবার। বিশেষকরে এই প্রতিযোগিতায় এসে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্ঠা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের সান্নিধ্যে আসতে পেরেছি এটা অনেক অনেক বড় বিষয়। তিনি আমার গান শুনে খুশী হয়েছিলেন, এটাই আমার জন্য অনেক বড় অ্যাওয়ার্ড। আমি মনেকরি সঙ্গীত জীবনে রুনা ম্যামের বিচারকার্য’ই আমার জীবনের সিগনেচারও বটে যে তিনি আমার গানের বিচার করেছেন।’

টুশি বিটিভিতে আধুনিক শিল্পী হিসেবে তালিকাভুক্ত। টুশি মোস্তাফিজুর রহমান বাবুর ‘ময়নার চর’ সিনেমাতে প্লে-ব্যাক করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা