ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ার শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি এস এম রেজাউল করিম। এ সময় সড়কের আশপাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেরপুর থানার সাব ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অভিযান পরিচালনাকালে সহকারি কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বলেন, ‘রাস্তা দখল করে সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা রয়েছে। আর এসব স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে।

আরও পড়ুন

এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলাকালে যারা ব্যক্তিমালিকানা দাবির অভিযোগ করেন, তাদেরকে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে বিকেলে এই অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেলে দেওয়া আমের আঁটি-খোসায় রূপচর্চা

পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ট্রাক আটক

ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ময়মনসিংহে ডিভোর্সের জেরে স্ত্রীকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যা