বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাহত করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নান্নু প্রামাণিক নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার লাহিড়ীপাড়ায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মহাস্থান বন্দরে কটকটি ব্যবসা করেন ব্যবসায়ী নান্নু।
ব্যবসা শেষে গতকাল শনিবার রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে তিনি লাহিড়ীপাড়া বন্দর এলাকায় রাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তারা তাকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। আহত নান্নু লাহিড়ীপাড়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বক্স প্রামাণিকের ছেলে।
আরও পড়ুনবগুড়া সদর থানার ওসি এস এম মইনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এ ঘটনায় আজ রোববার (২০ এপ্রিল) পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।
মন্তব্য করুন