অবৈধভাবে বালু উত্তোলন
বগুড়ার সারিয়াকান্দিতে তিনটি এস্কেভেটর পুড়িয়ে ধ্বংস, জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি এস্কেভেটর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কাজলা ইউনিয়নের জামথল নৌঘাটসংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করেন। এছাড়া একই অভিযানে ৩৫০ মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয় এবং এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই উপজেলার কাজলা ইউনিয়নের জামথল নৌঘাটসংলগ্ন এলাকায় এস্কেভেটর বসিয়ে এবং বিভিন্ন খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে যমুনা নদীর চর কেটে বালু উত্তোলন করে বিক্রি করা হতো। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন থেকে এর আগেও অভিযান পরিচালনা করা হয় এবং বালু উত্তোলন বন্ধে মাইকিং করে সতর্ক করা হয়। তা না মেনে কিছু দুর্বৃত্ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
গোপন সংবাদেরভিত্তিতে সেখানে গত বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে তিনটি অবৈধভাবে বালু উত্তোলন যন্ত্র এস্কেভেটর জব্দ করা হয় এবং সেখানে আগুন লাগিয়ে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। একই স্থানে অভিযান পরিচালনা করে ৫০ মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে শেরপুর জেলা সদর ইউনিয়নের কুশুমহাটি বাজার এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে হাফিজার রহমানকে (৪৮) এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এর আগেও সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছিল। এছাড়া মাইকিং করে বালু উত্তোলন বন্ধ করতে সতর্কতা জারি করা হয়। তা সত্ত্বেও সেখানে কিছু দুষ্কৃতকারী অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করে হয়েছে। উপজেলার যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন