বগুড়ায় নার্সিং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নার্সিং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা।
ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) বগুড়ার উদ্যোগে বগুড়া শহরের বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ ও অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাজাহানপুর থানা পুলিশ সতর্ক অবস্থান নেয়। শিক্ষার্থীদের দাবি দাওয়া সম্পর্কে জানাতে অবরোধ তুলে নিয়ে ১০-১৫ জনের একদল শিক্ষার্থী বগুড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন