ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

৫১ বছর পর শিরোপা উল্লাসে বোলোনিয়া’র

ধবার রাতে ইতালিয়ান কাপ ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দিল এসি মিলানকে।ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ইতিহাস গড়ল বোলোনিয়া। বুধবার রাতে ইতালিয়ান কাপ ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দিল এসি মিলানকে। এই জয়ে বোলোনিয়া ৫১ বছর পর জিতল কোনো বড় শিরোপা। শেষবার তারা এই ট্রফি জিতেছিল ১৯৭৪ সালে। এরপর থেকে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালেই ওঠা হয়নি ক্লাবটির। সেই ক্লাবই এখন উদযাপন করছে তাদের ইতিহাসের তৃতীয় ঘরোয়া ট্রফি।

রোমের ঐতিহাসিক স্টাদিও অলিম্পিকোয় বিজয়ী গোলটি আসে ম্যাচের ৫৩তম মিনিটে। দলটির সুইস ফরোয়ার্ড ড্যান নডোয়ে ইতিহাসগড়া গোলটি করে এনে দেন বোলোনিয়াকে তাদের ৫১ বছরের শিরোপা খরা থেকে মুক্তি। ক্লাবটির বর্তমান কোচ ভিনচেনজো ইতালিয়ানো দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ পরিবর্তন এসেছে দলটিতে। থিয়াগো মোটতার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। আর এই ট্রফিটিই তার কোচিং ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য।

এর আগে ফিওরেন্টিনার কোচ হিসেবে টানা তিনটি ফাইনালে হেরে গিয়েছিলেন ইতালিয়ানো, যার মধ্যে ছিল ২০২৩ সালের ইতালিয়ান কাপ ফাইনালও। তাই শিরোপা জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরেন, স্ট্যান্ডে তখন নেচে কাঁদছে বোলোনিয়ার সমর্থকেরা। যাদের অনেকেই ভেবেছিলেন, তারা হয়তো জীবনে আর এমন দৃশ্য দেখবেন না।

আরও পড়ুন

অন্যদিকে, হারের ফলে হতাশ মিলান। ২০০৩ সালে সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল তারা, সে বছরই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তখন ক্লাবের মালিক ছিলেন ইতালির প্রয়াত প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। সেই গৌরবগাথা এখন কেবল স্মৃতিই হয়ে আছে রোসোনেরিদের জন্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড