ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

জামায়াতে ইসলামির নিবদ্ধন ইস্যুতে ‘আগামীকাল’ আবারও শুনানি হবে

রাজনৈতিক দল হিসেবে প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির | ছবি: সংগৃহীত।

রাজনৈতিক দল হিসেবে প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির আজেকর পর্ব শেষ হয়েছে। আপিলটি কার্যতালিকার দুই নম্বরে ছিল। আগামীকাল আবারও আপিল শুনানি হবে ।মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে এ শুনানি হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে, ৭ মে আজকের দিনটি ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

চলতি বছরের ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। শিশির মনির অপর এক প্রশ্নের জবাবে বলেন- প্রতীক বরাদ্দের বিষয়েও আগামিকাল বুধবার সকাল ৯ টায় পুনরায় শুনানির সময় দিয়েছেন আদালত । 

গত বছরের ২২ অক্টোবর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে ফের আইনি লড়াই শুরু করে জামায়াত।

আরও পড়ুন

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আলী আজম। এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিলে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে বহাল থাকে হাইকোর্টের দেওয়া রায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছরের কিশোরীকে জোরপূর্বক বিয়ে, স্বামী ও বাবা গ্রেপ্তার

শিবির প্যানেলের বিরুদ্ধে উপঢৌকনে ভোট চাওয়ার অভিযোগ আবিদের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলনবিলে বাইচের নৌকা ও বরযাত্রীবাহী নৌকার সংঘর্ঘে নিহত ২

‘নীল চক্র’র জন্য সম্মাননায় হ্যাটট্রিক করলেন মন্দিরা

পাবনার সাঁথিয়ায় মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল ছেলে পুত্রবধূ আটক

‘অনেক স্বার্থপর বাবা দেখেছি