বগুড়ার শিবগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা, দুই বাড়িতে আগুন ও লুট : গ্রেফতার ৭

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বসতবাড়ির সীমানা প্রাচীর নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় দুই বসতবাড়িতে আগুন, হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় গৃহবধূসহ চারজন আহত হন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত বাটু মিয়ার ছেলে কৃষক মাসুদের (৩২) সঙ্গে একই গ্রামের ওসমান গাছুর ছেলে আব্দুল মতিনের বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে গত রোববার বিকেলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আব্দুল মতিন তার শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় মাসুদের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল সোমবার সকালে স্থানীয়রা আব্দুল মতিনের বসতবাড়ির দরজা-জানালা খুলে নিয়ে যান এবং আসবাবপত্র লুটপাট করে বাড়িতে আগুন ধরিয়ে দেন।
আরও পড়ুনএসময় একই গ্রামের আব্দুল মতিনের শ্বশুর ইয়াকুব আলীর বাড়িতে একই কায়দায় লুটপাট ও আগুন দেওয়া হয়। এসময় গৃহবধূ আমেনা বেগম, শিফা বেগম, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম আহত হন। এ ব্যাপারে নিহত মাসুদের স্ত্রী মাকসুদা বেগম বলেন, আমরা গরিব মানুষ। আমাদের বাড়ির পাশে কয়েকটি আম গাছ রয়েছে। আব্দুল মতিন প্রভাবশালী হওয়ায় জোরপূর্বক আম গাছ কেটে প্রাচাীর নির্মাণ করতে চান। তার কাজে বাধা দিলে তারা আমার স্বামীকে হত্যা করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় ইসমত আরা বাদি হয়ে ১৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যা মামলায় ৩ নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ওসি তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাননি। তাদের নাম পরে জানানো হবে বলে তিনি জানান। এদিকে, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন