ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ পাঁচ অভিযোগ

জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে করা মামলায় অভিযুক্ত শেখ হাসিনা । ছবি: সংগৃহীত।

তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশসহ পাঁচ অভিযোগ এনেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

আজ সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামের কাছে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর, তদন্ত কর্মকর্তারা এ প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে এসব অভিযোগ আনা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওইদিন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

জানা গেছে, প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

গত শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ‘চাকবুম চাকবুম চাঁদনী রাতে’ গানের সাথে চলছে এনসিপির মিষ্টি বিতরণ | Awami League Ban

আওয়ামী লীগের কার্যক্রম নি ষি দ্ধ: শাহবাগে ভূড়িভোজের আয়োজন | Awami League | Daily Karatoa

হবিগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি 

কুড়িগ্রামের রাজারহাটে বিষপানে যুবকের আত্মহত্যা