ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

চাঁদপুরে তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর সদরে বাড়ির পাশের তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহত কালু গাজীর ছেলে নয়ন গাজী জানান, তার বাবা বাড়ির পাশে তালগাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান লাশের সুরাহতাল করেন।

আরও পড়ুন

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে গাছ থেকে পড়ে তার পা ভেঙেছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. বাহার মিয়া বলেন, লাশের সুরাহতাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)এর বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার