ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বিদায়ী ম্যাচে মুলারকে জয় উপহার দিল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের জার্মান তারকা থমাস মুলার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের জার্মান তারকা থমাস মুলার আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন চলতি মৌসুম শেষে জার্মান ক্লাবটি ছাড়ছেন তিনি। জার্মান লিগ শেষ হবে আগামী সপ্তাহে, তবে চলতি মৌসুমে বায়ার্ন তাদের ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলে ফেলেছে শনিবার (১০ মে)। মুনচেনগ্ল্যাডবেচের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন। ফলে মুলারকে ঘরের মাঠ থেকে জয় উপহার দিল বায়ার্ন।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৩১তম মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন হ্যারি কেইন। লিগে এই ইংলিশ তারকার এটি ২৫তম গোল। লিগে শীর্ষ গোলস্কোরারও কেইন। আর দ্বিতীয় গোলটি আসে ম্যাচ শেষের একেবারে শেষ মিনিটে। অলিসে ৯০তম মিনিটে গোল করলে বায়ার্নের জয় নিশ্চিত হয়। তবে ম্যাচের ৮৪তম মিনিটেই কোচ কম্পানি মুলারকে উঠিয়ে নেন। মাঠ ছাড়ার আগে ঘরের মাঠের দর্শকদের অভ্যর্থনা জানান এই জার্মান তারকা।

আরও পড়ুন

মুলার বায়ার্নের যুব একাডেমি থেকে উঠে এসে ক্লাবের হয়ে রেকর্ড ১৩টি লিগ শিরোপাসহ অগণিত ট্রফি এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। বায়ার্নের হয়ে শেষ মৌসুমেও শিরোপা জিতেই ক্লাব ছাড়লেন ৩৪ বছর বয়সি এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছরে এমন হারের মুখে পড়েনি ম্যানইউ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে হত্যার অভিযোগে গ্রেফতার বাবা 

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

দেশের ২১ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্র্ড

সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে থাকলে চলবে না : প্রধান উপদেষ্টা