ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

রিয়াল মাদ্রিকে হারিয়ে এল ক্লাসিকো জিতেছে বার্সেলোনা

রিয়াল মাদ্রিকে হারিয়ে এল ক্লাসিকো জিতেছে বার্সেলোনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এম্বাপ্পের হ্যাট্রিক সত্ত্বেও বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকো জিতে পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বার্সা।

ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটের সময় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার। ১৯তম মিনিটে একটা গোল পরিশোধ করেন এরিক গার্সিয়া। এরপরই ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল করে বার্সা। ৩২ মিনিটে গোল করে সমতায় ফেরান লামিনে ইয়ামাল, দুই মিনিট বাদে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এতে অবিস্মরণীয় এক ঘটনার সাক্ষী হলো অলিম্পিক স্টেডিয়ামে আসা দর্শক, সাক্ষী হলো স্ক্রিনে চোখ রাখা সমর্থকও। ১০৩ বছর পর এই প্রথম এল ক্লাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫ গোলের দেখা মিললো।

প্রথমার্ধের শেষ মিনিটে রাফিনিয়ার আরও এক গোলে কাতালানদের হালি হলো পূর্ণ। ৪-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে গেলো আনচেলত্তির দল।

আরও পড়ুন

বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে আরেক গোল শোধ দেয় রিয়াল। হ্যাট্রিক করেন এমবাপ্পে, যদিও শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরোর পরিণতি বরণ করতে হয় এই ফরোয়ার্ডকে। অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে গোল করেন বার্সার ফেরমিন লোপেজ, যদিও হ্যান্ডবলের কারণে সেই গোল বাতিল হয়।

৪-৩ গোলের এই হারে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার রেস একরকম ছিটকেই গেলো বেলিংহামরা। পরের তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই নিশ্চিত বার্সার লিগ শিরোপা। অর্থাৎ পরের ম্যাচে এস্পানিওলকে হারাতে পারলেই লিগ জিতে নেবেন রাফিনিয়ারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতির চেষ্টা, এক জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব

অ্যাডামসকে বিদায় দিয়ে শন টেইটে আস্থা বিসিবি’র

সাংবাদিকদের বেতন কমপক্ষে ৩০ হাজার হওয়া উচিত : প্রেস সচিব

পরিবারের কাছে ভারতের রেখে যাওয়া ৭৮ জনকে আজ ফিরিয়ে দেবে 

জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর