ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

১৮ বছরে এমন হারের মুখে পড়েনি ম্যানইউ

ওয়েস্টহ্যামের কাছে ২-০ গোলে হেরে গেছে ম্যানইউ।ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে এক টানা ১৮ বছর ওয়েস্টহ্যামের কাছে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল রোববার ওয়েস্টহ্যামের কাছে ২-০ গোলে হেরে গেছে সেই ম্যানইউ। অর্থাৎ প্রিমিয়ার লিগে ১৮ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয় পেল ওয়েস্টহ্যাম।

এই মৌসুমের লিগের পেছনের দিকে থাকা দলগুলোর মধ্যে অন্যতম ওয়েস্টহ্যাম টানা ৮ ম্যাচের জয়হীন ধারা ভেঙে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে ঘরের মাঠে পরাজিত ম্যানইউ ৩৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৬তম স্থানে। মৌসুমে হাতে আছে মাত্র দুটি ম্যাচ। ২৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন সউচেক। বাম দিক দিয়ে দারুণ পাসিং মুভের শেষে মোহাম্মদ কুদুস গোলমুখে বল বাড়ালে সউচেক তা জালে ঠেলে দেন।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ ১২ বার প্রথমে গোল খেয়েছে। যা এক মৌসুমে তাদের সবচেয়ে বেশি এবং বর্তমানে টেবিলের ১৯তম স্থানে থাকা লেস্টার সিটির পরই সবচেয়ে বাজে রেকর্ড। ৫৭ মিনিটে ওয়েস্টহ্যামের দ্বিতীয় গোলটি করেন বাউয়েন। ম্যানইউর মিডফিল্ডে অসতর্কতার সুযোগে কুদুস সামনে এগিয়ে যান এবং তার শট অ্যারন ওয়ান-বিসাকার দিকে ছিটকে যায়। ওয়ান-বিসাকা বলটি বাউয়েনের সামনে বাড়িয়ে দেন, যেখান থেকে সহজেই গোলটি করেন বাউয়েন। ম্যানইউর মানুয়েল উগার্তে ভেবেছিলেন ওয়ান-বিসাকার ট্যাকলের পর ফাউল হবে। তাই তিনি মাঠেই বসে পড়েন। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় ওয়েস্টহ্যাম আক্রমণ চালিয়ে যায় এবং গোল আদায় করে নেয়।

আরও পড়ুন

ম্যানইউ আগামী ২১ মে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হবে। সেদিকেই এখন তাদের মূল লক্ষ্য। তবে রোববারের এই লজ্জাজনক হার স্পেনে অনুষ্ঠেয় সেই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে বড় ধাক্কা দিল। এই ম্যাচে ওয়েস্টহ্যামের ৯টি শটের বিপরীতে ম্যানইউ পুরো ম্যাচে ২০টি শট নেয়, যার অনেকগুলোই ম্যাচের শেষ দিকে আসে। স্বাগতিকরা প্রচুর চেষ্টা করলেও ফিনিশিং ছিল দুর্বল।

ওয়েস্টহ্যাম ওল্ড ট্র্যাফোর্ডে শেষবার জিতেছিল ২০০৬-০৭ মৌসুমের শেষ দিনে। যেদিন স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ ১৬তম লিগ শিরোপা উদযাপন করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ২২ বাংলাদেশি আটক

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, জমা দিতে হবে

চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা