ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার আলোচিত তুফান সরকারের ভাই ঝুমুরসহ গ্রেফতার ২

বগুড়ার আলোচিত তুফান সরকারের ভাই ঝুমুরসহ গ্রেফতার ২, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : দেশের বহুল আলোচিত বগুড়ার তুফান সরকারের ভাই পলাতক আসামি ঝুমুর সরকারকে গ্রেফতার করেছে বগুড়ার ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। ঝুমুর সরকার শহরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের পরিচিত মাদককারবারি। 

বগুড়া ডিবি’র ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার। তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

আওয়ামী লীগ নেতা এমদাদুল করিম রিংকুকে (৩০) । ছবি: সংগৃহীত।

আরও পড়ুন

এদিকে পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা এমদাদুল করিম রিংকুকে (৩০) গ্রেফতার করেছে ডিবি’র অপর একটি টিম। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার রেজাজুল করিম  রেজার ছেলে।  ডিবি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৬ জুলাই বগুড়া শহরের গালাপট্ট্রি সংলগ্ন বগুড়া শহর বিএনপি’র কার্যালয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার পলাতক আমাসি ছিল রিংকু।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : ফখরুল

গাজায় তীব্র হামলা ইসরায়েলে, একদিনেই ৪৯ জনকে হত্যা 

সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা