পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিয়াল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কাশীনাথপুর-পাবনা মহাসড়কের আহম্মদপুর স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াল পাবনা শহরের সিংগা বাইপাল এলাকার মো. আলম হোসেনের ছেলে।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে, আহম্মদপুর স্লুইসগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস পিয়ালের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
আরও পড়ুনএতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, তবে পথেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়, তাই বাসটি আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন