ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরু ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল ওহায়েদ ও চান মিঞার ৪ টি গরু ৭ টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে এবং ৪ টি গরু অগ্নিদগ্ধ হয়েছে।
এ সময় ঘরের মালামাল সহ ৪ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দুইটি পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
আরও পড়ুনসংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত পৌনে ১০ টায় উপজেলার বকুয়া খাকরতলা গ্রামে ওহায়েদের বাড়িতে। এতে ওই দুই পরিবারের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আব্দুল ওহায়েদ ও চান মিঞা জানিয়েছেন।
মন্তব্য করুন