ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার ফুটপাতের হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার আসামি আরও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত এক আসামি এখনো পলাতক। রায় ঘোষণার পরপরই আসামিদের কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- ইকবাল হোসেন, স্বপন মিয়া, মোহাম্মদ সায়মন ও সানি এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মোহাম্মদ রাসেল ও হাসান।

আরও পড়ুন

পুলিশ জানায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরের সাধুপৌলের গির্জার সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হোসেনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জুবায়ের মা মুক্তা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ আটজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 
 

এ মামলার তদন্ত শেষে ১৬ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত রায় প্রদান করেছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ। তিনি বলেন, পুলিশ মামলার তদন্তে আট জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহনসহ শুনানি শেষে ছয় জনের বিরুদ্ধে হত্যার প্রমান পাওয়ায় তাদেরকে শাস্তি প্রদান করে আদালত। রায়ে চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া দুইজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে।

এদিকে হকার জুবায়ের হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল অটোচালকের

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেফতার

কাঁচা আম ও শর্ষেবাটায় মুরগির কষা

কৃষিবিদদের অধিকার রক্ষার দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ 

গাইবান্ধার সাদুল্লাপুরে অপহৃত চিকিৎসক তিনদিন পর উদ্ধার

মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে কাটা হলো শতবর্ষী বটগাছ